Posts

Showing posts from January, 2020

করোনা ভাইরাস কি ?এর দ্বারা সৃষ্ট রোগ ও তার প্রতিকার

Image
করোনা ভাইরাস ইতিমধ্যে চীনসহ এশিয়ার কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণের ফলে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে, আর সংক্রমিত হয়েছে প্রায় সাড়ে ৪শ’র মতো লোক। এ ভাইরাস কিছুদিনের মধ্যে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশংকাও রয়েছে। এই ভাইরাসটি কোন একটা প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে এবং একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে ছড়াতে আবার নিজের জিনগত গঠনে পরিবর্তন আনছে। কিন্তু এ ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবে তা রোধ করা যেতে পারে এ সম্পর্কে বিজ্ঞানীরা বিশদভাবে জানার চেষ্টা করছেন। মনে করা হচ্ছে সার্স বা ইবোলার মতো প্রাণঘাতী ভাইরাসের মতোই করোনা ভাইরাস। তবে এটি নাকি সার্স বা ইবোলার চেয়েও অনেক বেশি বিপদজনক। বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাসটি মানুষের দেহকোষের ভেতরে ইতিমধ্যেই 'মিউটেট করছে' অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। যার ফলে এটি বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। করোনা ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে। এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। যেভাবে ছড়ায় বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এ ভাইরাসটি একজন মানুষের দেহ ...

ডাঃ জাকির নায়েক কি ভ্রান্ত?

Image
ডাঃ_জাকির_নায়েক_কি ভ্রান্ত? তিনি ইহুদি-খ্রিষ্ঠানের এজেন্ট! তিনি ইসলামকে হেয়-প্রতিপন্ন করতে প্রতিনিয়ত ভুল ভাল বক্তৃতা প্রদান করতেছেন। তিনি কোরআনের ভুল ভাল উদ্ধৃতি দিয়ে সাধারন মুসলিমকে বিভ্রান্ত করছেন.....? এরূপ হাজারো অভিযোগে অভিযুক্ত করে কিছু ভাই তাদের ওয়ালে পোষ্ট করতেছেন।আর তাদের পোষ্ট দেখে কিছু ভাই বিভ্রান্ত হচ্ছেন। তারা বুঝতে পারতেছেন না,আসল সত্য কোনটি! কয়েকজন ভাইকে কথা দিয়েছিলাম, এই বিষয়ে তথ্য নির্ভর পোষ্ট দিব। তথ্য উপাত্ত সংগ্রহ করতে বেশ কিছু সময় নিয়ে ফেলেছি। ★ইনশা-আল্লাহ আজ মোটামুটি এই বিষয়ে পরিষ্কার ধারনা দিতে পারব। ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যিনি অভিযোগ তুলেন তিনি ভারতের সাইয়্যেদ খালিক সাজিদ বোখারী। তিনি প্রথম জাকির নায়েক কে ভ্রান্ত বলে,"হাকীকতে ডাঃ জাকির নায়েক" নামক বই বের করেন। তারপর বাংলাদেশের শ্রদ্ধেয় আলেম,মাওঃ নুরুল ইসলাম ওলীপুরী তার আঞ্চলিক পত্রিকা "কালকন্ঠে" নিয়মিত জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যাচার লিখেন। সেই সঙ্গে তিনি একটি বইও লিখেন, "জাকির নায়েকের আসল চেহারা " শীর্ষক। এরপর মুফতি মীযানুর রহমান কাসেমী "জাকির ন...

ড.জাকির নায়েকের বিপ্লবী কথা

ড. জাকির নায়েকের বিপ্লবী কথা...!!! . _____________________________________________ একজন নাস্তিক যদি একজন পীর সাহেব কে জিজ্ঞেস করে- আচ্ছা, আপনাদের কুরআনে তো আছে হজরত ঈসা (আ) কোন প্রকার পুরুষের সংস্পর্স ছাড়াই হজরত মরিয়ম (আঃ) এর গর্ভে আসেন এবং এটা আপনারাও বিশ্বাস করেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে এটা সম্পুর্ণ অবৈজ্ঞানিক এবং অসম্ভব। এর উত্তরে আপনি কি বলবেন? একজন নাস্তিকের এই প্রশ্নের উত্তরে পীর সাহেব বড়জোর বলবে- যেহেতু এটা কুরআনে আছে,তাই আমরা এটা বিশ্বাস করি। এর বেশী কিছু আমি জানিনা" এরকম উত্তর পেলে নাস্তিকটার স্পর্ধা আরও বেড়ে যাবে এবং সে ইসলামকে নিয়ে আরও অনেক বেশী কটুক্তি করবে…কিন্তু হাজার হাজার মানুষের সামনে এই প্রশ্নটা ডাঃ জাকির নায়েককে করেছিল। ডাঃ জাকির উত্তর দিয়েছিল- পুরুষের সংস্পর্শ ছাড়া সন্তান জন্মাতে পারেনা সেটা ছিল চিকিৎসাবিজ্ঞানের পুরনো তত্ব। বর্তমানে চিকিৎসাবিজ্ঞান এক ধরনের স্ত্রী মৌমাছির সন্ধান পেয়েছে যারা পুরুষ মৌমাছির কোনরূপ সংস্পর্শ ছাড়াই ডিম দেয় এবং ওই ডিমে তা দিয়ে বাচ্ছা মৌমাছির জন্ম দেয় কিন্তু পুরো বিষয়টাতে পুরুষ মৌমাছির কোন ভুমিকা নেই। এরকম একটি কাজ...

শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বইগুলো এখন Google play store এ।

আলহামদুলিল্লাহ #শাইখ_আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ এর ১২টি বই এখন Play Store এ পাওয়া যাচ্ছে এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। ১/আল-ইতিছাম  https://play.google.com/store/apps/details?id=com.mdhalimbd.Al_Itisam ২/মরন একদিন আসবেই  https://play.google.com/store/apps/details?id=com.moron.moronekdinasbei ৩/আদর্শ পরিবার, https://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.adorsho_poribar ৪/কে বড় লাভবান  https://play.google.com/store/apps/details?id=com.lavoban.keborolovoban ৫/কে বড় ক্ষতিগ্রস্ত ttps://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.ke_boro_khoti_gros ৬/আদর্শ নারী https://play.google.com/store/apps/details?id=com.nari.adarhsanari ৭/ আদর্শ পুরুষ https://play.google.com/store/apps/details?id=com.purush.adarshapurush ৮/মরণ একদিন আসবেই https://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.moron_akdin_asbei । ৯/ উপদেশ  https://play.google.com/store/apps/details?id=com.bani.upodesh ১০/ বক্তা শ্রোতার পরিচয় https://play.google.com/store...

আমরা সবাই ভাই ভাই।

ডাঃ জাকির নায়েক যখন চ্যালেঞ্জ করে হিন্দু,খৃষ্টান, ইয়াহুদি,নাস্তিক ও সকল ধর্মের পন্ডিতদের সাথে যে, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। যখন জাকির নায়েকের লেকচার শুনে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহন করতেছে, তখন আমরা সবাই গর্ব করি। কিন্তু যখন জাকির নায়েক মুসলমান দের ভিতরে শিরক,বিদ'আত, আর নানা রকমের মাযহাব,দলাদলি,মতভেদ দূর করার জন্য কুরআন ও সহীহ হাদীসের যুক্তি দিয়ে ভুল গুলি তুলে ধরেন তখন জাকির নায়েক হয়ে যায় ইয়াহুদিদের দালাল ইত্যাদি। বাহ রে!! মুসলিম বাহ!!আপনাদের দেখে ইয়াহুদিরা ও লজ্জা পায়। অথচ যে কাজ আমাদের হুজুরদের করার কথা সেই কাজ একজন ডাক্তার হয়েও তিনি করতেছেন। আমরা তাকে সহযোগিতা না করে তার হাজারো ভাল কাজের মধ্যে দুইএকটা ভুলের জন্য বিরোধিতা করি। জাকির নায়েক নবীও নন কোনফেরেস্তাও নন তার ভুল হওয়াটা সাভাবিক। কিন্তু কিছু জাহেল লোক ও ভন্ড পীর যারা আছে তারা চায় জাকির নায়েকের কোন রকমের ভুলহতে পারবেনা। তারা তাকে ফেরেস্তা বানাতে চায়। তাদের হুজুরদের ভুল হলে সমস্যা নেই। তাদের হুজুরেরা কোড পরলে কোনসমস্যা নাই ডাঃ জাকির নায়েক পরলেই যত সমস্যা | এইসব হুজুরগণ ও পীর গন ইসলাম ব্যবহার করেন পেট আর পক...

একনজরে এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ কবিতা র জ্ঞানমূলক প্রশ্নোত্তর

এইচএসসি: ২০২০ . সব কবিতা গুলো একসাথে (MCQ) #কবিতা_১২ . #কবিতা - সাম্যবাদী . ১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২ ২. কবি কীসের গান গায় - সাম্যের ৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন - পেটে-পিঠে-কাঁধে-মগজে। ৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন - দোকানে। ৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে। ৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় - নিজ প্রাণে। ৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি - মানুষের হৃদয়। ৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন - দেবতা- ঠাকুর। ৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা - ঈসা- মুসা। ১০. বাঁশির কিশোর কে - কৃষ্ণ। ১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন - মহা - গীতা। ১২. মেষের রাখাল নবিরা কার মিতা - খোদার। ১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন - শাক্যমুনি। ১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল - শাক্যমুনি। ১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় - কন্দরে। ১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান। ১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা। . #কবিতা - তাহারেই পড়ে মনে . ১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা...

লোহা সম্পর্কে অজানা তথ্য।

#কোরান_ও_বিজ্ঞানে_লোহা ১মিনিটে পড়েই ফেলুন, জ্ঞানও বাড়বে,ঈমানও বাড়বে ইনশাআল্লাহ। #লোহা একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৬ এবং রাসায়নিক সংকেত Fe। এটি এক প্রকারের ধাতু। ধাতুগুলির মধ্যে প্রাচুর্যের দিক থেকে প্রকৃতিতে অ্যালুমিনিয়ামের পর দ্বিতীয় স্থান লোহার। তবে পৃথিবীর কেন্দ্রবিন্দুর অংশটি লোহার তৈরী বিধায় সেটাকে হিসাবে আনা হলে পৃথিবীতে লোহার পরিমাণই সবচেয়ে বেশি। তবে খাঁটি লোহা প্রকৃতিতে বিরল। আমরা অনেকেই মনেকরি অতি পরিচিত মৌল লোহার কোন বিশেষত্ব নেই। এটি পৃথিবীতেই অন্যান্য পদার্থের মত সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের ধারনা সম্পূর্ণ ভুল। পৃথিবী তো দুরের কথা খুদ সৌরজগতের কোন স্থানে লোহার একটি অণুও সৃষ্টি হওয়া সম্ভব নয়। তাই লোহা পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোন পদার্থ নয় বরং এটি এসেছে পৃথিবীর বাইরে থেকে। সর্বপ্রথম ১৮৪৭ সালে বিজ্ঞানি জুল ও রামফোর্ড তাপ গতি বিদ্যার ১ম সূত্র(the 1st low of thermodynamics) প্রদান করেন। পরবর্তীতে এই সূত্রের উপর ভিত্তি করে অণুর গঠন সংক্রান্ত সূত্র, Enthalpy of formation বা গঠন এনথালপি প্রদান করা হয়। যার প্রাসঙ্গিক মূল কথাটি হল- কোন পদার্থকে তার গঠন...

গুরুত্বপূর্ণ আমল সমূহ।

** খুবই গুরুত্বপূর্ণ ১২টি ছোট আমল যেগুলো আমরা চলাফেরার মাঝে পড়তে পারি ‌। তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর -এর ফযীলত !! (১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে, (সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী) ‘আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি’, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।” বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫ মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১ (২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত বাণীটি ১০ বার বলবে, (লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)। “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈলের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।” বুখারী ৭/৬৭ নং ৬৪০৪ মুসলিম, তার শব্দে ৪/২০৭১ নং ২৬৯৩ (৩) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুটি বাক্য এমন রয়েছে, যা যবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাম...

"আসসালামু আলাইকুম"👉 "মেয়েদের সম্পর্কিত ১৫টি গুরুত্বপূর্ন হাদিস

🔘হাদিস নং ০১ঃ "দেবর মৃত্যু সমতুল্য।মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে।" 🔘হাদিস নং ০২ঃ "কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান।" 🔘হাদিস নং ০৩ঃ "তোমরা সেই মহিলাদের নিকট গমন করো নাহ যাদের স্বামীরা বিদেশে আছে কারণ,শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়।" 🔘হাদিস নং ০৪ঃ- "কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো।" 🔘হাদিস নং ০৫ঃ- "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি। তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মত চাবুক যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হল সে নারীর দল, যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক (খোঁপা বাধার কারণে) উটের হেলে যাওয়া কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রব...

🔴বিষয়ঃ 🎅 চোরমুনাই পীরের নিজ লেখা বই থেকে দলিল সহ তুলে ধরা হলঃ বিবেক দিয়ে ভেবে দেখুনঃ↔ ↪বাজে মন্তব্য করার আগে আপনিই আপনার সাথে challenge. করুন↔ 🌋বাতিলেৱ দলিল সহ দেওয়া আছে।

🔴বিষয়ঃ 🎅 চোরমুনাই পীরের নিজ লেখা বই থেকে দলিল সহ তুলে ধরা হলঃ বিবেক দিয়ে ভেবে দেখুনঃ↔ ↪বাজে মন্তব্য করার আগে আপনিই আপনার সাথে challenge. করুন↔ 🌋বাতিলেৱ দলিল সহ দেওয়া আছে↔ 🔻(১)মারেফতের পীর ও ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী। ↔(আশেক মাশুক পৃষ্ঠা-৮৮-৯০) 🔻(২) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে। ↔(ভেদে মারেফত পৃষ্ঠা-৬০) 🔻(৩) পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে। ↔(ভেদে মারেফত পৃষ্ঠা-১৫) 🔻(৪) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ । ↔( মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫) 🔻(৫) আল্লাহর আন্দাজ নাই।  ↔(ভেদে মারেফত পৃষ্ঠা-১৫) 🔻(৬) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরীদের জন্য বাধ্যতামূলক। ↔(আশেক মাশুক বা এস্কে এলাহী পৃষ্ঠা-৩৫) 🔻(৭) পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। ↔(ভেদে মারেফত পৃস্টা-২৭-২৮) 🔻(৮)পরকালে পীর ও ওলীদের ক্ষমতার সীমা থাকিবে না।↔ (আশেক মাশুক পৃষ্ঠা-৮১) 🔻(৯) পীর কেয়ামতের দিন সকল মুরীদের গুনাহ মাফ করিয়ে দিবেন। ↔(ভেদে মারেফত পৃষ্ঠা-৩৪) 🔻(১০) যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্...
🎯 *(১)বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছেন*❓ 🎯 *(২)অধিকাংশ মানুষই কি ভুল করে আসছে*❓ 🎯 *(৩)এত বড় বড় আলেম তো এভাবেই আমল করে আসছেন তারা কি ভুল করে গেছেন* ❓  ------------------------------------------------- 🌎মূলত এই তিনটি অজুহাতে মানুষ কুরআন ও সহীহ সুন্নাহর দাওয়াতকে পরিত্যাগ করে।  _“অধিকাংশ”_ কোন দলীল নয়; দলীল হল   ☑ *_"কুরআন ও সহীহ হাদীস"_* ☑ অধিকাংশদের ব্যাপারে  আল্লাহ্ তায়ালা কুরআনে কি বলেছেন🌎👇👇👇👇🌎 🎯 _“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়”_ [সূরা ইউসুফ : ৬৮] 🎯 _“অধিকাংশই নির্বোধ”_  [সূরা মায়িদাহ :১০৩] 🎯 _“অধিকাংশ লোকই অবগত নয়”_  [সূরা আনআম : ৩৭] 🎯 _“অধিকাংশই অজ্ঞ”_  [সূরা আনআম : ১১১] 🎯 _“অধিকাংশই জানে না”_  [সূরা আরাফ : ১৩১] • 🎯 _“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না”_  [সূরা ইউসুফ: ১০৩] 🎯 _“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি,ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না”_  ...
[তাবলীগ জামায়ায়ের ভ্রান্ত আক্বীদা ও তার জবাব।] ফাজায়েল সাদাকাত, ২য় খণ্ড, ২৮০ পৃষ্ঠায় উল্লেখ আছে- 🔜আবু আলি রোদবারি (রঃ) বলেন, ঈদের দিন একজন ফকির আসিয়া আমাকে বলিল যে এখানে কি কোন পরিস্কার জায়গা যেখানে একজন ফকির মরিতে পারে?  🔜আমি ইহা বাজে কথা মনে করিয়া বলিলাম, ভিতরে এসে যেখানে এসে মর। সে ভিতরে আসিয়া ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িল ও মারা গেল। 🔜আমি তাহার কাফন দাফনের ব্যবস্থা করার পরে দেখিবার জন্য কাফন হটাইয়া দেখিতেই সে চোখ খুলিয়া ফেলিল। আমি তাকে বলিলাম, মৃত্যুর পরেও জীবন? সে বলিল আমি জীবিত ও আল্লাহর প্রত্যেক আশেকই জীবিত থাকেন।  আমি তোমায় কাল কিয়ামতে স্বীয় প্রতিপত্তিতে সাহায্য করিব”। ৷৷৷৷৷৷৷ এখানে লক্ষণীয়-।।।।।। ১. ফকির আগে থেকেই তার মৃত্যুর খবর জেনে সে তার মৃত্যুর জায়গা নিজে নিজেই ঠিক করল। ২. সে মারা যাওয়ার পরেও একজন জীবিত মানুষ তাকে তাকে কিছু জিজ্ঞাস করল ও সে শুনল। ৩. কথা শুনার পর সে তার উত্তরও দিল। এখন দেখা যাক কুরআন কি বলে- আল্লাহ বলেন, কেউ জানেনা আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানেনা কোন স্থানে সে মৃত্যুবরন করবে ...

মজা পাবেন পড়ুন আর হাসুন

পেয়াজের দামের অকালে যদি তারা বেঁচে থাকতেন কী বলতেন?? 😏😂 # নেপোলিয়ন:- আমাকে ১ কেজি পেয়াজ দাও, আমি তোমাদের ইলিশ উপহার দিব। # রবীন্দ্রনাথ : পেয়াজ দাও মোরে, পেয়াজ দাও। জীবনানন্দ:- আবার আসিব ফিরে, পেয়াজের দাম কমিলে। কাজী নজরুল :- চল চল চল, উর্ধে গগনে বাজে মাদল, পেয়াজের দামের বদলে খাবো আপেল ফল। আইনস্টাইন:-  এই দেশের জন্য, সবচেয়ে ভাল কাজ  হলো, ভারতকে সন্তুুস্ট রাখা সুকান্ত :- ১৮ বছর বয়সে কী দু:সহ, পোয়জ পাওয়া যায়না অহরহ! সুফিয়া কামাল :- হে কবি নীরব কেন? ঘরে পেয়াজ নেই তুমি কি জানো?   এরিস্টটল :-  যে ব্যাক্তি দাম বাড়লেও পেয়াজ খাই সে হয় দেবতা না হয় পশু- আবু জাফর উবায়দুল্লাহ :-  আমি কিংবদন্তির কথা বলছি যে কালে পেয়াজ ২৫ টাকা পাওয়া যেত আমি আমার পূর্ব পুরুষদের কথা বলছি। রর্বাট ক্রস:-   আমি পর পর৩ টাকা দাম দর করেছি ব্যাস বাবা! আমি আর পারছি না। এডাম স্থিথ:-  পেয়াজের আড়ৎ সম্পদের বিজ্ঞান। হিটলার :-  পেয়াজের দাম কমলেই জীবন এটাই সার্বজনীন মুসোলিনি :- এক কালীন পেয়া...
তাশাহুদে আংগুল দিয়ে ইশারা করা کان صلی الله علیه وسلم یبسط کفه الیسری علی رکبته الیسری ویقبض أصابع کفه الیمنی کلها، ويشير بإصبعه التي تلي الإبهام إلى القبلة ويرمى ببصره إليها নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের তালু বাম হাঁটুর উপর বিছিয়ে দিতেন, আর ডান হাতের সবগুলো অঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী দ্বারা কিবলার দিকে ইঙ্গিত করতেন এবং এর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন।[1] کان أشار بإصبعه وضع إبهامه علی صبعه الوسطی অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা কালে কখনও কখনও তিনি বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার উপর রাখতেন।[2] وتارة كان يحلق بهما حلقة، وکان رفع إصبعه یحرکها يدعو بها ويقول : لهی أشد علی الشیطان من الحديد يعنى السبابة আবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও উক্ত অঙ্গুলিদ্বয় দ্বারা গোলাকৃতি করতেন এবং অঙ্গুলি উঠিয়ে নাড়ানো পূর্বক দুআ করতেন[3] এবং বলতেন। এটি (অর্থাৎ তর্জনী) শয়তানের বিরুদ্ধে লোহা অপেক্ষা কঠিন।[4] নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবাগণ (এটা পরিত্যাগের উপরে) একে অপরকে জবাবদিহি করতেন। অর্থাৎ দু'আতে অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করার বেলায় তারা এমনটি করতেন।[5] তিন...
অক্সফোর্ড_বিশ্ববিদ্যালয়ের_যেই_নাস্তিক_ #অধ্যাপকের_প্রশ্নের_জবাব_দিয়েই_আজহারি_ #আজ_অপরাধী_এবং_তাঁর_মাহফিল_বন্ধ_সিলেটে!!! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক রিচার্ড ডকিন্স! যারা বিশ্ববিদ্যালয়ে সাইন্স রিলেইটেড় সাবজেক্ট নিয়ে পড়াশুনা করছেন তারা হয়তো তার God's Delusion অথবা Selfish Gen বইগুলা পড়েছেন! বর্তমান পৃথিবীতে জীবিত কয়েক জন দার্শনিকের মধ্যে তিনি অন্যতম! সারা পৃথিবীর বিজ্ঞান মনষ্ক স্টুড়েন্টরা তার ভক্ত ও সমর্থক! তবে তিনি কোন ধর্মে বিশ্বাস করেন না, সোজা কথায় তিনি বর্তমান পৃথিবীতে অন্যতম জীবিত একজন নাস্তিক ফিলোস্যফার! তিনি বিশাল গবেষণা করে প্রত্নতাত্ত্বিক দলিলের ভিত্তিতে বর্তমান পৃথিবীকে বুঝাতে চাচ্ছেন বিবর্তবাদ সত্য এবং মানুষ অবশ্যই বানর সাদৃশ্য প্রাণীর একটি উপশাখার গোত্রিয় প্রাণী, অর্থাৎ তিনি প্রামণ করতে চাচ্ছেন যে পৃথিবীর বর্তমান আর্বাহামিক তিনটা ধর্ম( ইসলাম, ইহুদি এবং খৃষ্টান) ধর্মে মতে যে বিশ্বাস লালন করা হয় যে মানুষ এক্টি লিনিয়েজ তথা একজোড়া মানব থেকে এসেছে তা তিনি অনেক্টা মিথ্যা প্রমাণের চেষ্টা করছেন! তার এই নতুন তত্বের প্রতি বিশ্বাস স্থাপন করে হাজার হাজার ইহুদি ও ...

Bangladesh's Dengue outbreak Reaches Epidemic Proportions.

Bangladesh’s Dengue Outbreak Reaches Epidemic Proportions. Dengue is carried by the Aedes mosquito and has no cure or vaccine yet. It first appeared in Bangladesh in 2000, when 93 people died of the disease. Since 2003, the death rate has gradually declined with zero fatalities in some years, according to data from the Directorate-General of Health Services (DGHS). Bangladesh has seen more than 6,000 cases of dengue only three times in the last 20 years, in 2002, 2016, and 2018. But so far this year, the number of cases of dengue fever has broken all records. From January through July 30, DGHS data officially recorded 15,369 dengue patients. In July alone, 13,182 patients were diagnosed with dengue. This year’s outbreak has claimed at least eight lives so far, according to DGHS data. But based on media reports and conversations with different government and private hospitals in the city, the total number of fatalities is higher: dengue fever is estimated to have caused at ...