ডাঃ জাকির নায়েক কি ভ্রান্ত?

ডাঃ_জাকির_নায়েক_কি ভ্রান্ত? তিনি ইহুদি-খ্রিষ্ঠানের এজেন্ট! তিনি ইসলামকে হেয়-প্রতিপন্ন করতে প্রতিনিয়ত ভুল ভাল বক্তৃতা প্রদান করতেছেন। তিনি কোরআনের ভুল ভাল উদ্ধৃতি দিয়ে সাধারন মুসলিমকে বিভ্রান্ত করছেন.....? এরূপ হাজারো অভিযোগে অভিযুক্ত করে কিছু ভাই তাদের ওয়ালে পোষ্ট করতেছেন।আর তাদের পোষ্ট দেখে কিছু ভাই বিভ্রান্ত হচ্ছেন। তারা বুঝতে পারতেছেন না,আসল সত্য কোনটি! কয়েকজন ভাইকে কথা দিয়েছিলাম, এই বিষয়ে তথ্য নির্ভর পোষ্ট দিব। তথ্য উপাত্ত সংগ্রহ করতে বেশ কিছু সময় নিয়ে ফেলেছি। ★ইনশা-আল্লাহ আজ মোটামুটি এই বিষয়ে পরিষ্কার ধারনা দিতে পারব। ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যিনি অভিযোগ তুলেন তিনি ভারতের সাইয়্যেদ খালিক সাজিদ বোখারী। তিনি প্রথম জাকির নায়েক কে ভ্রান্ত বলে,"হাকীকতে ডাঃ জাকির নায়েক" নামক বই বের করেন। তারপর বাংলাদেশের শ্রদ্ধেয় আলেম,মাওঃ নুরুল ইসলাম ওলীপুরী তার আঞ্চলিক পত্রিকা "কালকন্ঠে" নিয়মিত জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যাচার লিখেন। সেই সঙ্গে তিনি একটি বইও লিখেন, "জাকির নায়েকের আসল চেহারা " শীর্ষক। এরপর মুফতি মীযানুর রহমান কাসেমী "জাকির নায়েকের ভ্রান্ত মদবাদ" এই নামে বই লিখেন। আর দেশের অন্যতম পরিচিত মাসিক পত্রিকা "মাসিক আদর্শ নারী" তে আজও নিয়মিত ভাবে জাকির নায়েকের ভ্রান্তিমালা নামে প্রবন্ধ লেখা হচ্ছে। মাওলানা নুরুল ইসলাম জাকির নায়েকের নামে অনেক অভিযোগ করেন। কিন্তু তিনি কিসের ভিত্তিতে এতো অভিযোগ আনলেন,তা বুঝতে পারিনি। কারন তিনি বলেছেন, "আমি ডাঃ জাকিরের কোন অনুষ্ঠানও দেখতে যাই না,কোন পুস্তকও পড়ি না।[ জাকির নায়েকের আসল চেহারা-১৮ তম পৃষ্ঠা]। তিনি যদি জাকির নায়েকের অনুষ্ঠান দেখেন নাই, তাঁর বই না পড়ে তবে ভুল গুলো কি করে ধরলেন, তার জবাবে তিনি বলেছেন," আমি যেহেতু তার বইও পড়ি না। প্রোগ্রামও দেখি না।তাই ওগুলো যারা দেখেন বা পড়েন তাদের বাচনিকের ভিত্তিতেই আমার মন্তব্য করতে হবে। [জাকির নায়েকের আসল চেহারা-২৩ পৃষ্ঠা]। তিনি অন্যের কথায় বিভ্রান্ত হয়ে,ধারনা কিংবা অনুমান নির্ভর হয়ে জাকির নায়েক কে ভ্রান্ত এমনকি কাফের বলতেও দ্বীধা করেন নি। তাহলে কি তিনি আল্লাহর আদেশকে ভুলে গেলেন? আল্লাহ ষ্পষ্ট করে বলেছেন, "হে ঈমানদার গন!তোমরা কেবল ধারনা প্রসূত ও অনুমান নির্ভর বিষয় হতে বেঁচে থাকো। কেননা, অধিকাংশ ধারনা ও অনুমান পরিশেষে গুনাহের কারন হয়ে দাঁড়ায়। [সূরা হুজরাত-৬] ইবনে উ'মর (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইকে কাফের বলে তা তাদের উভয়ের একজনের ওপর অবশ্যই বর্তাবে। [সহীহ মুসলিম, প্রথম অধ্যায়ঃ কিতাবুল ঈমান, হাদিস নং- ১২৩] ★মুফতি মীযানুর তাঁর বইয়ে উল্লেখ করেন,রাসূল (সাঃ) এর একাধিক বিয়ে ছিল রাজনৈতিক কারন। এই কথা জাকির নায়েক বলেছেন। এই কথার রেফারেন্স জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারতের ওলামায়ে কেরাম এভাবে লিখেছেন।বইটি আংশিক অনুবাদ মাত্র।এটিও পরের কথা শুনে লেখা বই। মাসিক আদর্শ নারী প্রতিনিয়ত জাকির নায়েকের বিভিন্ন ভুল গুলো প্রবন্ধ আকারে প্রকাশ করছেন। কিছুদিন আগে তাদের অফিসে ফোন দিয়ে অভিযোগ গুলোর সোর্স জানতে চাওয়া হয়।তার জবাবে বলেন,আগামী সংখ্যাতে সোর্স দেয়া হবে। কিন্তু সেই সোর্স আর তারা দেয় নি। তাহলে এতেই প্রমানিত হয় না, তারাও একান্ত ধারনা এবং অনুমান প্রসূত হয়ে জাকির নায়েককে ভ্রান্ত বলছেন। হাদীসে ষ্পস্ট করে বলা হয়েছে, "মানুষের মিথ্যা বলার জন্য এতোটুকুই যথেষ্ট যে, সে কিছু শুনবে আর যাচাই বাছাই না করেই তা অপরের কাছে বর্ননা করবে"। [মুসলিম-৮] উপরোক্ত হাদীস আমাদের কে বলে দেয় তারা সকলেই মিথ্যাবাদী। জাকির নায়েকের কথা না হয় বাদ দিলাম,কিন্তু জাকির নায়েক আসার অনেক আগে থেকেই মুসলিমরা দলে দলে বিভক্ত।এক হুজুর আরেক হুজুরের দূর্নাম করা অনেক থেকেই চলছে,আমরা মুসলিমরা কেন এক হতে পারলাম না?? নাস্তিক দের বিভিন্ন প্রশ্নের জবাব জকির নায়েক ছাড়া তো কোন লেবাস ধারী হুজুর কে দিতে দেখলাম না!!!!!!! মোল্লার দৌড় মসজীদ পর্যন্ত। তারা সকলেই নিজ স্বার্থের জন্য জাকির নায়েকের মতো একজন ইসলামিক স্কলারকে ভ্রান্ত বলছেন। জাকির নায়েক সম্পর্কে বাংলাদেশের ওলামা পরিষদের কিছু বক্তব্যঃ জাকির নায়েক আল্লাহপাকের এক অনন্য নেয়ামত। আল্লাহপাক তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন। [আল্লামা সাঈদী] ডাঃ জাকিরের বক্তব্য শোনা যাবে,বিধর্মীদের মাঝে তার বক্তব্যের অনেক কার্যকারিতা পাওয়া যায়।[ফতোয়া বিভাগ,জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রসা,ঢাকা] অন্যর কথা শুনে জাকির নায়েক কে খারাপ বলছেন। এই কোর্ট টাই পড়ার কারনে অনেক অমুসলিমরা তার কথা শুনছে। ১৪ কোটির বেশী মানুষ মুসলিম হয়েছে। ইসলাম ধারী পোশাক পড়লে তার বক্তব্য শুনাতো দুরে থাক,জংগী ও তালেবান বলতো। ★এটা আমার রিপোর্ট না, ইন্ডিয়ান সরকার ১৪ কোটির বেশি রির্পোট দিয়েছে। ইন্ডিয়ার বড় ধর্মগুরু শ্রী শ্রী রবি শংকর জাকির নায়েকের সাথে এক কনফারেন্সে হেরে যায়। ধর্মগুরুর হাজার হাজার ভক্ত মুসলমান হয়। রবি শংকর ইন্ডিয়ার মধ্য জাকির নায়েকের সব কনফারেন্সে বন্ধ করে দেয়। জাকির নায়েক শুধু পিস টিভি ও বিদেশে বক্তব্য দেয়। হিন্দুদের ধর্মগুরু রবি শংকর ও আমাদের দেশে নামধারী আলেমদের মধ্য পার্থক্য কোথায় রইল??? যারা তার নামে অপবাদ দিয়ে তাকে থামানোর চেষ্টা করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহপাক আমাদেরকে সঠিক ইসলামকে বুঝার এবং তথানুযায়ী জীবন যাপন করবার তাওফিক দান করুন। আমিন...

Comments

Popular posts from this blog

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

লোহা সম্পর্কে অজানা তথ্য।