উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন

1. বাস্তব গ্যাস কাকে বলে?
উঃ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে।
2. মোলার দ্রবণ কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার আ(1dm3)একমাত্র দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলার দ্রবণ বলে।
3.আংশিক চাপ কাকে বলে?
উঃ কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণ এর সমস্ত আয়তন একক ভাবে দখল করে যে চাপ প্রয়োগ করে, তাই ঐউপাদানের আংশিক চাপ।
4. ব্যাপন কি বা কাকে বলে?
উঃ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন ,তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়।
5. সংকট তাপমাত্রা এর সংজ্ঞা দাও?
উঃযে তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় সে নির্দিষ্ট তাপমাত্রা কে ঐগ্যাসের সংকট তাপমাত্রা বলে।
6. এসিড বৃষ্টি কি?
উঃ কিছু কিছু বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক এসিড প্রভৃতি এসিড মিশ্রিত থাকে। এই ক্ষেত্রে পানির পিএইচ এর মান 3.5 থেকে 5.5 হয়ে থাকে। এরূপ বৃষ্টির পানিকে এসিড বৃষ্টি বলা হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

লোহা সম্পর্কে অজানা তথ্য।