জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।
1. হরমোগোনিয়া কি?
উত্তর: প্রতিকূল অবস্থায় সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হয় সচল স্পোরেশন ডিক্স বা হেটারোসিস্ট তৈরি করে। এরূপ খন্ডিত প্রতিটি অংশকে হরমোগোনিয়াম বহুবচনে হরমোগোনিয়া বলে।
2. কোষ চক্র কি?
উত্তর:কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ যে মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা কোষ চক্র।
3. ইন্টারফেজ কাকে বলে?
উত্তর: পরপর দুবার মাইটোসিস বিভাজন এর মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ বলে।
4. নিউক্লিওসাইড কি?
উত্তর: এক অনু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অনু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগ কে বলা হয় নিউক্লিওসাইড।
5. গ্লাইকোলাইসিস কী?
উত্তর: যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক এসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে।
6. হেটারোমরফিক জনুক্রম কি?
উত্তর:Pteris এর স্পোরোফাইটিক জনু দীর্ঘ কিন্তু গ্যামেটোফাইটিক জনু বেশ সংক্ষিপ্ত। জনু দুটি আকার আকৃতিতেও স্বতন্ত্র ভিন্ন ভিন্ন। এ ধরনের জনুক্রম কে হেটারোমরফিক জনুক্রম বলা হয়।
7. কায়াজমা কি?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটিন ধাপে দুটি নন সিস্টার ক্রোমাটিড এক বা একাধিক স্থানে যুক্ত হয়ে যে X আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়া গঠন করে তাকে কায়াজমা বলে।
8. স্যাটেলাইট কি?
উত্তর: কোন কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তিক ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় । ক্রোমোজোমের প্রান্তের দিকের এ গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট বলে।
9. ক্রসিং ওভার কাকে বলে?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজ একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম এর দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে।
10. সিন্যাপসিস কি?
উত্তর: হোমোলোগাস ক্রোমোজোম এর জোড় বাধার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলা হয়।
11. ক্যাপসিড কি?
উত্তর: ভাইরাস দেহের মধ্যভাগের নিউক্লিক এসিড কে ঘিরে থাকা প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে।
12. আদি কোষ কি?
উত্তর: যে কোষে কোন আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণী বিস্তৃত মেমব্রেন বাউন্ড অন্য কোন অঙ্গানু থাকেনা তাদেরকে আদিকোষ বলে।
13. ট্রান্সমিশন কি?
উত্তর: উদ্ভিদ ও প্রাণী দেহ বিভিন্ন মাধ্যমের সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্রান্সমিশন বলে।
14. জেনেটিক কোড কি?
উত্তর: ডি এন এ অনুর নাইট্রোজেন বেস সিক্যুয়েন্স ও প্রোটিন অণুতে এমিনো এসিডের ক্রোম এর মধ্যে যে সাংকেতিক সম্পর্ক থাকে তাকে জেনেটিক কোড বলে।
15. ক্র্যাঞ্জ এ্যানাটমী কি?
উত্তর: C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠন এ পরিবহন টিস্যুর চারদিকে বান্ডলসীথ এবং একে ঘিরে মেসোফিল টিস্যুর বিন্যাসই হলো ক্র্যাঞ্জ এ্যানাটমী।
16. হিল বিক্রিয়া কি?
উত্তর: ইংরেজ প্রাণরসায়নবিদ রবিন হিল যে বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এর অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট পানি ও ও কিছু অজৈব জারক একত্রে আলোতে রেখে প্রমাণ করেন সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হলো পানি সেই বিক্রিয়াটি হলো হিল বিক্রিয়া।
17. ভাস্কুলার বান্ডল কি?
উত্তর: উদ্ভিদ দেহে যে টিস্যু জাইলেম ও ফ্লোয়েম খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকেই ভাস্কুলার বান্ডল বলে।
Comments