জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

1. অটোফ্যাগি কি?
উঃ তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবহকৃত এনজাইম বের হয়ে অন্যান্য ক্ষুদ্রাঙ্গ গুলো বিনষ্ট করে দেয়। এ কাজকে বলে অটোফ্যাগি বা স্ব গ্রাসী।
2. সাইটোপ্লাজম কি?
উঃ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই  হল সাইটোপ্লাজম।
3. প্লাজমিড কি?
উঃ ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি বস্তু ডি এন এ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ অণু সাইটোপ্লাজমে থাকলে দেখা যায় এগুলোকে প্লাজমিড বলে।
4. ক্লোরোপ্লাস্ট কি?
উঃ সবুজ বর্ণের প্লাস্টিড কে বলা হয় ক্লোরোপ্লাস্ট।
5. কূপ কী?
উঃ কোষ প্রাচীরের মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু গোলাকার গর্তের সৃষ্টি হয় এই গর্ত গুলোকে কূপ বলে।
6.SSBP কী?
উঃ single Stand DNA binding protein.
7. জীবন্ত জীবাশ্ম কি?
উঃ বর্তমান কালের কোন জীবিত জীবের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম জীবের বৈশিষ্ট্য সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
8. লাইকেন কি?
উঃ মিথোজীবী হিসেবে ঘনিষ্ঠভাবে বসবাসকারী একটি শৈবাল ও একটি ছত্রাকের সংমিশ্রণে গঠিত সমাঙ্গদেহী উদ্ভিদ ই হলো লাইকেন।
9. সেন্ট্রোস্ফিয়ার কি?
উঃ সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে।
10. জনন কোষ কি?
উঃ যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষ কে জনন কোষ বলে।
11. ফ্রুট বডি কি?
উঃ এগারিকাস এর যে দেহ বর্ষাকালে মাটির উপরে দেখা যায় তাকে ফ্রুট বডি বলে।
12. নিউক্লিক এসিড কি?
উঃ নিউক্লিক এসিড হল নাইট্রোজেনঘটিত ক্ষারক প্যান্টোজ সুগার এবং ফসফরিক এসিডের সমন্বয়ে গঠিত এসিড যা জীবের বংশগতির ধারা সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
13. প্লাসমাডেসমাটা কি?
উঃ দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এই সংযোগ কে প্লাসমোডেসমাটা বলে।
14. একক পর্দা কি?
উঃ প্লাজমামেমব্রেন সহ সকল কোষীয় অঙ্গানু র আবরণী পর্দাকে ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলা হয়।
15. সোরাস কি?
উঃ পরিণত টেরিস উদ্ভিদে পত্রক এর নিম্নতলে দুই কিনারা বরাবর সারিবদ্ধ ভাবে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়াম গুলো পত্রক এর কিনারায় একত্রিত হয়ে সোরাস গঠন করে।
16. জীন কি?
উঃজিন হলো ক্রোমোজোমের লোকসে
 অবস্থিত ডিএনএ অনুর নির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দৃষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।
17. সংকরায়ন কি?
উঃ সংকরায়ন হল উদ্ভিদ সু প্রজননের এমন একটি পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন জাত উদ্ভাবন করা হয়।
18. ব্যাকটেরিওফাজ কি?
উঃ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া কে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ব্যাকটেরিয়া কে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে।
19. মাশরুম কি?
উঃ যেসকল ছত্রাকের মাংসল ও ভক্ষণযোগ্য ফ্রুট বডি থাকে তারাই হল মাশরুম।
20. এনজাইম কি?
উঃ যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হার কে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার  পর নিজের অপরিবর্তিত থাকে, সেই প্রোটিনই এনজাইম।
21. প্রজাতি কি?
উঃ প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিলন সম্পন্ন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম।
22. মাইসেলিয়াম কি?
উঃ ছত্রাকের যে দৈহিক অংশ যা অগণিত শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত তাকে মাইসেলিয়াম বলে।

Comments

Popular posts from this blog

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

লোহা সম্পর্কে অজানা তথ্য।