মজা পাবেন পড়ুন আর হাসুন

পেয়াজের দামের অকালে যদি তারা বেঁচে থাকতেন কী বলতেন??
😏😂

# নেপোলিয়ন:-
আমাকে ১ কেজি পেয়াজ দাও,
আমি তোমাদের ইলিশ উপহার দিব।

# রবীন্দ্রনাথ : পেয়াজ দাও মোরে, পেয়াজ দাও।

জীবনানন্দ:-
আবার আসিব ফিরে,
পেয়াজের দাম কমিলে।

কাজী নজরুল :-
চল চল চল, উর্ধে গগনে বাজে মাদল,
পেয়াজের দামের বদলে খাবো আপেল ফল।

আইনস্টাইন:- 
এই দেশের জন্য, সবচেয়ে ভাল কাজ 
হলো, ভারতকে সন্তুুস্ট রাখা

সুকান্ত :-
১৮ বছর বয়সে কী দু:সহ,
পোয়জ পাওয়া যায়না অহরহ!

সুফিয়া কামাল :-
হে কবি নীরব কেন?
ঘরে পেয়াজ নেই তুমি কি জানো?
 
এরিস্টটল :- 
যে ব্যাক্তি দাম বাড়লেও পেয়াজ খাই
সে হয় দেবতা না হয় পশু-

আবু জাফর উবায়দুল্লাহ :- 
আমি কিংবদন্তির কথা বলছি যে কালে পেয়াজ ২৫ টাকা পাওয়া যেত
আমি আমার পূর্ব পুরুষদের কথা বলছি।

রর্বাট ক্রস:- 
 আমি পর পর৩ টাকা দাম দর করেছি
ব্যাস বাবা! আমি আর পারছি না।

এডাম স্থিথ:- 
পেয়াজের আড়ৎ সম্পদের বিজ্ঞান।

হিটলার :- 
পেয়াজের দাম কমলেই জীবন
এটাই সার্বজনীন

মুসোলিনি :-
এক কালীন পেয়াজের দাম থাকা
সঙ্গত কিন্তুু সম্ভব নই।

সৈয়দ সামসুল হক:- 
নুরুলদিনের কথা মনে পড়ে যায়
যখন পেয়াজের মূল্যবৃদ্ধি হয়।
দালালেরই আল্ল খাল্লাই!
  😏😂

Comments

Popular posts from this blog

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

লোহা সম্পর্কে অজানা তথ্য।