Hi Thanks for join. https://mygp.li/2HeHD
Posts
আসামে মোদি সরকার এর আইন নিয়ে কেন এই বিক্ষোভ।
- Get link
- X
- Other Apps
আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে একটি কারফিউ জারি করা হয়েছে আসামে এই উত্তেজনার অন্যতম কারণ হল এই রাজ্যটি ভারতের অন্যতম জটিল ও বহু-জাতির রাজ্য। অহমীয়া এবং বাংলাভাষী হিন্দুরা এখানে উপজাতিদের মধ্যে বসবাস করেন। রাজ্যটির এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী মুসলমান, সংখ্যার হিসাবে যা প্রায় তিন কোটি বিশ লাখ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরে আসামেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মুসলমান বসবাস করে। এটি ভারতের অন্যতম অস্থিতিশীল এবং গোলযোগপূর্ণ রাজ্যগুলোর মধ্যে একটি। উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যকে আসাম থেকে বের করে আনা হয়েছে এবং সেখানে বসবাসকারী তিনটি আদিবাসী গোষ্ঠী আলাদা হয়ে তাদের নিজস্ব রাজ্য গঠন করতে চায়। ভাষাগত পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অহমীয়া ও বাংলাভাষী জনগণ সেখানকার কর্মক্ষেত্র ও সম্পদে আধিপত্য বিস্তারের জন্য তীব্র প্রতিযোগিতা করে আসছে। বাংলাভাষীরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেখানকার শত শত বছর ধরে বসবাসকারী আদিবাসীদের বৈধ দাবী ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। কয়েক দশক ধরে সেখানে একটি গুরুতর উদ্বেগের বিষয় হল,...
উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন
- Get link
- X
- Other Apps
1. বাস্তব গ্যাস কাকে বলে? উঃ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। 2. মোলার দ্রবণ কাকে বলে? উঃ একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার আ(1dm3)একমাত্র দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলার দ্রবণ বলে। 3.আংশিক চাপ কাকে বলে? উঃ কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণ এর সমস্ত আয়তন একক ভাবে দখল করে যে চাপ প্রয়োগ করে, তাই ঐউপাদানের আংশিক চাপ। 4. ব্যাপন কি বা কাকে বলে? উঃ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন ,তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। 5. সংকট তাপমাত্রা এর সংজ্ঞা দাও? উঃযে তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় সে নির্দিষ্ট তাপমাত্রা কে ঐগ্যাসের সংকট তাপমাত্রা বলে। 6. এসিড বৃষ্টি কি? উঃ কিছু কিছু বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক এসিড প্রভৃতি এসিড মিশ্রিত থাকে। এই ক্ষেত্রে পানির পিএইচ এর মান 3.5 থেকে 5.5 হয়ে থাকে। এরূপ বৃষ্টির পানিক...
জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।
- Get link
- X
- Other Apps
1. অটোফ্যাগি কি? উঃ তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবহকৃত এনজাইম বের হয়ে অন্যান্য ক্ষুদ্রাঙ্গ গুলো বিনষ্ট করে দেয়। এ কাজকে বলে অটোফ্যাগি বা স্ব গ্রাসী। 2. সাইটোপ্লাজম কি? উঃ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হল সাইটোপ্লাজম। 3. প্লাজমিড কি? উঃ ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি বস্তু ডি এন এ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ অণু সাইটোপ্লাজমে থাকলে দেখা যায় এগুলোকে প্লাজমিড বলে। 4. ক্লোরোপ্লাস্ট কি? উঃ সবুজ বর্ণের প্লাস্টিড কে বলা হয় ক্লোরোপ্লাস্ট। 5. কূপ কী? উঃ কোষ প্রাচীরের মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু গোলাকার গর্তের সৃষ্টি হয় এই গর্ত গুলোকে কূপ বলে। 6.SSBP কী? উঃ single Stand DNA binding protein. 7. জীবন্ত জীবাশ্ম কি? উঃ বর্তমান কালের কোন জীবিত জীবের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম জীবের বৈশিষ্ট্য সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। 8. লাইকেন কি? উঃ মিথোজীবী হিসেবে ঘনিষ্ঠভাবে বসবাসকারী একটি শৈবাল ও একটি ছত্রাকের সংম...
জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।
- Get link
- X
- Other Apps
1. হরমোগোনিয়া কি? উত্তর: প্রতিকূল অবস্থায় সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হয় সচল স্পোরেশন ডিক্স বা হেটারোসিস্ট তৈরি করে। এরূপ খন্ডিত প্রতিটি অংশকে হরমোগোনিয়াম বহুবচনে হরমোগোনিয়া বলে। 2. কোষ চক্র কি? উত্তর:কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ যে মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা কোষ চক্র। 3. ইন্টারফেজ কাকে বলে? উত্তর: পরপর দুবার মাইটোসিস বিভাজন এর মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ বলে। 4. নিউক্লিওসাইড কি? উত্তর: এক অনু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অনু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগ কে বলা হয় নিউক্লিওসাইড। 5. গ্লাইকোলাইসিস কী? উত্তর: যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক এসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। 6. হেটারোমরফিক জনুক্রম কি? উত্তর:Pteris এর স্পোরোফাইটিক জনু দীর্ঘ কিন্তু গ্যামেটোফাইটিক জনু বেশ সংক্ষিপ্ত। জনু দুটি আকার আকৃতিতেও স্বতন্ত্র ভিন্ন ভিন্ন। এ ধরনের জনুক্রম কে হেটারোমরফিক জনুক্রম বলা হয়। 7. কায়াজমা কি? উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটি...