করোনা তান্ডবে ফ্রি কল ও নেট।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের সুবিধার জন্য সরকারের পাশাপাশি অনেক বেসরকারি কোম্পানিও নানা ছাড় দিচ্ছে। কুয়েতে বিনামূল্যে মোবাইল ফোনে কল ও পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেয়া হয়েছে। কুয়েত সরকারের মূখপাত্র তারেক আল-মেজরেম শুক্রবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিআইটিআরএ) তিনটি মোবাইল অপারেটরের সাথে একমত যে, তারা আগামী ২২ মার্চ, রোববার থেকে এই পরিষেবাটি সরবরাহ করবে। তিনটি মোবাইল সংস্থা যথাক্রমে জাইন (Zain),ওরিদো (Ooredoo ) এবং এসটিসি (STC)। প্রতিটি কোম্পানি গ্রাহককে পুরো এক মাসের জন্য পাঁচ জিবি নেট ও প্রতিদিন বিনামূল্যে কথা বলার সুযোগ দেবে।

Comments

Popular posts from this blog

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।

লোহা সম্পর্কে অজানা তথ্য।