জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।
1. হরমোগোনিয়া কি? উত্তর: প্রতিকূল অবস্থায় সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হয় সচল স্পোরেশন ডিক্স বা হেটারোসিস্ট তৈরি করে। এরূপ খন্ডিত প্রতিটি অংশকে হরমোগোনিয়াম বহুবচনে হরমোগোনিয়া বলে। 2. কোষ চক্র কি? উত্তর:কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ যে মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা কোষ চক্র। 3. ইন্টারফেজ কাকে বলে? উত্তর: পরপর দুবার মাইটোসিস বিভাজন এর মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ বলে। 4. নিউক্লিওসাইড কি? উত্তর: এক অনু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অনু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগ কে বলা হয় নিউক্লিওসাইড। 5. গ্লাইকোলাইসিস কী? উত্তর: যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক এসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। 6. হেটারোমরফিক জনুক্রম কি? উত্তর:Pteris এর স্পোরোফাইটিক জনু দীর্ঘ কিন্তু গ্যামেটোফাইটিক জনু বেশ সংক্ষিপ্ত। জনু দুটি আকার আকৃতিতেও স্বতন্ত্র ভিন্ন ভিন্ন। এ ধরনের জনুক্রম কে হেটারোমরফিক জনুক্রম বলা হয়। 7. কায়াজমা কি? উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটি...
Comments