Posts

ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা থাকলেও আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় আরো ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে। আজ প্রেস ব্রিফিংয়ের পর জানানো হবে ছুটির সময়সূচী। আর এই ছুটি দেওয়া হবে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের বাড়িরে থাকার জন্য। ঘুরে বেড়ানোর জন্য নয়। করনা সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য স্কুল কলেজ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার ঈমানকে দৃঢ় করুন। জনসমাগম এড়িয়ে চলুন। মহান আল্লাহতালার উপর ভরসা রাখুন।ইনশাল্লাহ মহান আল্লাহ তা'আলা আমাদের সুরক্ষিত রাখবেন।

করোনা ভাইরাস: সেনামোতায়েনসহ যে দশ উদ্যোগ নিল বাংলাদেশ সরকার।

করোনাভাইরাস: মঙ্গলবার থেকে বাংলাদেশে সেনা মোতায়েন, ২৬শে মার্চের ছুটি থেকে শুরু হয়ে সাপ্তাহিক নিয়মিত ও সাধারণ ছুটি মিলিয়ে চৌঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে ২৯শে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৬শে মার্চের ছুটি থেকে শুরু হয়ে সাপ্তাহিক নিয়মিত ও সাধারণ ছুটি মিলিয়ে চৌঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। সেই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবেন। একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৯শে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তার সামনে পেছনে ২৬শে মার্চের ছুটি ও নিয়মিত ছুটি মিলে চৌঠা এপ্রিল পর্যন্ত ছুটি হচ্ছে। তবে মঙ্গলবার ও বুধবার অফিস খোলা থাকবে। করোনাভাইরাস মোকাবেলায় যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে ...

করোনা তান্ডবে ফ্রি কল ও নেট।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের সুবিধার জন্য সরকারের পাশাপাশি অনেক বেসরকারি কোম্পানিও নানা ছাড় দিচ্ছে। কুয়েতে বিনামূল্যে মোবাইল ফোনে কল ও পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেয়া হয়েছে। কুয়েত সরকারের মূখপাত্র তারেক আল-মেজরেম শুক্রবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিআইটিআরএ) তিনটি মোবাইল অপারেটরের সাথে একমত যে, তারা আগামী ২২ মার্চ, রোববার থেকে এই পরিষেবাটি সরবরাহ করবে। তিনটি মোবাইল সংস্থা যথাক্রমে জাইন (Zain),ওরিদো (Ooredoo ) এবং এসটিসি (STC)। প্রতিটি কোম্পানি গ্রাহককে পুরো এক মাসের জন্য পাঁচ জিবি নেট ও প্রতিদিন বিনামূল্যে কথা বলার সুযোগ দেবে।

এইচ এস সি পরিক্ষা স্থগিত করা হয়েছে।

Image
সম্প্রতি করোনা ভাইরাস আক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা আসে। প্রথমদিকে শিক্ষা মন্ত্রী এই ছুটি দিতে না চাইলেও পরবর্তীতে করনা ভাইরাস মহামারী রূপ নেবে বলে ছুটি দেওয়া হয়। সম্প্রতি এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রনালয়।এর পরবর্তী সময়সূচি জানানো হবে এপ্রিল এর প্রথম সপ্তাহে।

করোনার আক্রমন থেকে রক্ষা পেতে যা যা করনীয়।

Image
করোনাভাইরাস: কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু এবং এটি নির্মূল করার উপায় কী? করোনাভাইরাসের সংক্রমণের কারণে লোকজনের মধ্যে বিভিন্ন বস্তু ধরার বিষয়ে তাদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছে। সারা বিশ্বেই এখন দেখা যাচ্ছে যে লোকজন তাদের কনুই দিয়ে দরজা খোলার চেষ্টা করছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার সময় রেলিং ধরছেন না এবং বাসে ট্রেনে চলার সময় হ্যান্ডল না ধরেই তারা দাঁড়িয়ে আছেন, অফিসে পৌঁছেই লোকজন জীবাণুনাশক দিয়ে তাদের ডেস্ক ধুয়ে মুছে পরিষ্কার করছেন। যেসব এলাকায় এই ভাইরাসের মারাত্মক সংক্রমণ ঘটেছে সেখানে পরিবহন, রাস্তা ঘাট ও পার্কে স্প্রে করে সেগুলো জীবাণুমুক্ত করার চেষ্টা চলছে। একই উপায়ে পরিষ্কার করা হচ্ছে অফিস আদালত, হাসপাতাল, দোকানপাট, রেস্তোরাঁও। ড্রপলেটে কী থাকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় তার নাক ও মুখ দিয়ে যে জলীয় কণা বা ড্রপলেট বাতাসে বের হয়ে আসে তার মাধ্যমে কোভিড-১৯ এর জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন, মাত্র এক বারের কাশি থেকেই বের হতে পারে এরকম ৩,০০০ ড্রপলেট। ড্রপলেটের এই কণা গিয়ে পড়তে পারে...

My Book

subject list BANGLA ENGLISH Information And Communication Technology

পোলার আকৃতিতে সমীকরণ

x 2 +y 2 -3x=0 (rcos0) 2 +(rsin0) -3rcos0=0 r 2 cos 2 0+r 2 sin 2 0-3rcos0=0 r 2 -3rcos0=0 ইহাই পোলার আকৃতিতে বৃত্তের সমীকরণ