জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন , কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা।
1. অটোফ্যাগি কি? উঃ তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবহকৃত এনজাইম বের হয়ে অন্যান্য ক্ষুদ্রাঙ্গ গুলো বিনষ্ট করে দেয়। এ কাজকে বলে অটোফ্যাগি বা স্ব গ্রাসী। 2. সাইটোপ্লাজম কি? উঃ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হল সাইটোপ্লাজম। 3. প্লাজমিড কি? উঃ ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি বস্তু ডি এন এ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ অণু সাইটোপ্লাজমে থাকলে দেখা যায় এগুলোকে প্লাজমিড বলে। 4. ক্লোরোপ্লাস্ট কি? উঃ সবুজ বর্ণের প্লাস্টিড কে বলা হয় ক্লোরোপ্লাস্ট। 5. কূপ কী? উঃ কোষ প্রাচীরের মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু গোলাকার গর্তের সৃষ্টি হয় এই গর্ত গুলোকে কূপ বলে। 6.SSBP কী? উঃ single Stand DNA binding protein. 7. জীবন্ত জীবাশ্ম কি? উঃ বর্তমান কালের কোন জীবিত জীবের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম জীবের বৈশিষ্ট্য সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। 8. লাইকেন কি? উঃ মিথোজীবী হিসেবে ঘনিষ্ঠভাবে বসবাসকারী একটি শৈবাল ও একটি ছত্রাকের সংম...