Posts

করোনা ভাইরাস কি ?এর দ্বারা সৃষ্ট রোগ ও তার প্রতিকার

Image
করোনা ভাইরাস ইতিমধ্যে চীনসহ এশিয়ার কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণের ফলে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে, আর সংক্রমিত হয়েছে প্রায় সাড়ে ৪শ’র মতো লোক। এ ভাইরাস কিছুদিনের মধ্যে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশংকাও রয়েছে। এই ভাইরাসটি কোন একটা প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে এবং একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে ছড়াতে আবার নিজের জিনগত গঠনে পরিবর্তন আনছে। কিন্তু এ ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবে তা রোধ করা যেতে পারে এ সম্পর্কে বিজ্ঞানীরা বিশদভাবে জানার চেষ্টা করছেন। মনে করা হচ্ছে সার্স বা ইবোলার মতো প্রাণঘাতী ভাইরাসের মতোই করোনা ভাইরাস। তবে এটি নাকি সার্স বা ইবোলার চেয়েও অনেক বেশি বিপদজনক। বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাসটি মানুষের দেহকোষের ভেতরে ইতিমধ্যেই 'মিউটেট করছে' অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। যার ফলে এটি বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। করোনা ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে। এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। যেভাবে ছড়ায় বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এ ভাইরাসটি একজন মানুষের দেহ ...

ডাঃ জাকির নায়েক কি ভ্রান্ত?

Image
ডাঃ_জাকির_নায়েক_কি ভ্রান্ত? তিনি ইহুদি-খ্রিষ্ঠানের এজেন্ট! তিনি ইসলামকে হেয়-প্রতিপন্ন করতে প্রতিনিয়ত ভুল ভাল বক্তৃতা প্রদান করতেছেন। তিনি কোরআনের ভুল ভাল উদ্ধৃতি দিয়ে সাধারন মুসলিমকে বিভ্রান্ত করছেন.....? এরূপ হাজারো অভিযোগে অভিযুক্ত করে কিছু ভাই তাদের ওয়ালে পোষ্ট করতেছেন।আর তাদের পোষ্ট দেখে কিছু ভাই বিভ্রান্ত হচ্ছেন। তারা বুঝতে পারতেছেন না,আসল সত্য কোনটি! কয়েকজন ভাইকে কথা দিয়েছিলাম, এই বিষয়ে তথ্য নির্ভর পোষ্ট দিব। তথ্য উপাত্ত সংগ্রহ করতে বেশ কিছু সময় নিয়ে ফেলেছি। ★ইনশা-আল্লাহ আজ মোটামুটি এই বিষয়ে পরিষ্কার ধারনা দিতে পারব। ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যিনি অভিযোগ তুলেন তিনি ভারতের সাইয়্যেদ খালিক সাজিদ বোখারী। তিনি প্রথম জাকির নায়েক কে ভ্রান্ত বলে,"হাকীকতে ডাঃ জাকির নায়েক" নামক বই বের করেন। তারপর বাংলাদেশের শ্রদ্ধেয় আলেম,মাওঃ নুরুল ইসলাম ওলীপুরী তার আঞ্চলিক পত্রিকা "কালকন্ঠে" নিয়মিত জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যাচার লিখেন। সেই সঙ্গে তিনি একটি বইও লিখেন, "জাকির নায়েকের আসল চেহারা " শীর্ষক। এরপর মুফতি মীযানুর রহমান কাসেমী "জাকির ন...

ড.জাকির নায়েকের বিপ্লবী কথা

ড. জাকির নায়েকের বিপ্লবী কথা...!!! . _____________________________________________ একজন নাস্তিক যদি একজন পীর সাহেব কে জিজ্ঞেস করে- আচ্ছা, আপনাদের কুরআনে তো আছে হজরত ঈসা (আ) কোন প্রকার পুরুষের সংস্পর্স ছাড়াই হজরত মরিয়ম (আঃ) এর গর্ভে আসেন এবং এটা আপনারাও বিশ্বাস করেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে এটা সম্পুর্ণ অবৈজ্ঞানিক এবং অসম্ভব। এর উত্তরে আপনি কি বলবেন? একজন নাস্তিকের এই প্রশ্নের উত্তরে পীর সাহেব বড়জোর বলবে- যেহেতু এটা কুরআনে আছে,তাই আমরা এটা বিশ্বাস করি। এর বেশী কিছু আমি জানিনা" এরকম উত্তর পেলে নাস্তিকটার স্পর্ধা আরও বেড়ে যাবে এবং সে ইসলামকে নিয়ে আরও অনেক বেশী কটুক্তি করবে…কিন্তু হাজার হাজার মানুষের সামনে এই প্রশ্নটা ডাঃ জাকির নায়েককে করেছিল। ডাঃ জাকির উত্তর দিয়েছিল- পুরুষের সংস্পর্শ ছাড়া সন্তান জন্মাতে পারেনা সেটা ছিল চিকিৎসাবিজ্ঞানের পুরনো তত্ব। বর্তমানে চিকিৎসাবিজ্ঞান এক ধরনের স্ত্রী মৌমাছির সন্ধান পেয়েছে যারা পুরুষ মৌমাছির কোনরূপ সংস্পর্শ ছাড়াই ডিম দেয় এবং ওই ডিমে তা দিয়ে বাচ্ছা মৌমাছির জন্ম দেয় কিন্তু পুরো বিষয়টাতে পুরুষ মৌমাছির কোন ভুমিকা নেই। এরকম একটি কাজ...

শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বইগুলো এখন Google play store এ।

আলহামদুলিল্লাহ #শাইখ_আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ এর ১২টি বই এখন Play Store এ পাওয়া যাচ্ছে এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। ১/আল-ইতিছাম  https://play.google.com/store/apps/details?id=com.mdhalimbd.Al_Itisam ২/মরন একদিন আসবেই  https://play.google.com/store/apps/details?id=com.moron.moronekdinasbei ৩/আদর্শ পরিবার, https://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.adorsho_poribar ৪/কে বড় লাভবান  https://play.google.com/store/apps/details?id=com.lavoban.keborolovoban ৫/কে বড় ক্ষতিগ্রস্ত ttps://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.ke_boro_khoti_gros ৬/আদর্শ নারী https://play.google.com/store/apps/details?id=com.nari.adarhsanari ৭/ আদর্শ পুরুষ https://play.google.com/store/apps/details?id=com.purush.adarshapurush ৮/মরণ একদিন আসবেই https://play.google.com/store/apps/details?id=com.bdapps.station.moron_akdin_asbei । ৯/ উপদেশ  https://play.google.com/store/apps/details?id=com.bani.upodesh ১০/ বক্তা শ্রোতার পরিচয় https://play.google.com/store...

আমরা সবাই ভাই ভাই।

ডাঃ জাকির নায়েক যখন চ্যালেঞ্জ করে হিন্দু,খৃষ্টান, ইয়াহুদি,নাস্তিক ও সকল ধর্মের পন্ডিতদের সাথে যে, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। যখন জাকির নায়েকের লেকচার শুনে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহন করতেছে, তখন আমরা সবাই গর্ব করি। কিন্তু যখন জাকির নায়েক মুসলমান দের ভিতরে শিরক,বিদ'আত, আর নানা রকমের মাযহাব,দলাদলি,মতভেদ দূর করার জন্য কুরআন ও সহীহ হাদীসের যুক্তি দিয়ে ভুল গুলি তুলে ধরেন তখন জাকির নায়েক হয়ে যায় ইয়াহুদিদের দালাল ইত্যাদি। বাহ রে!! মুসলিম বাহ!!আপনাদের দেখে ইয়াহুদিরা ও লজ্জা পায়। অথচ যে কাজ আমাদের হুজুরদের করার কথা সেই কাজ একজন ডাক্তার হয়েও তিনি করতেছেন। আমরা তাকে সহযোগিতা না করে তার হাজারো ভাল কাজের মধ্যে দুইএকটা ভুলের জন্য বিরোধিতা করি। জাকির নায়েক নবীও নন কোনফেরেস্তাও নন তার ভুল হওয়াটা সাভাবিক। কিন্তু কিছু জাহেল লোক ও ভন্ড পীর যারা আছে তারা চায় জাকির নায়েকের কোন রকমের ভুলহতে পারবেনা। তারা তাকে ফেরেস্তা বানাতে চায়। তাদের হুজুরদের ভুল হলে সমস্যা নেই। তাদের হুজুরেরা কোড পরলে কোনসমস্যা নাই ডাঃ জাকির নায়েক পরলেই যত সমস্যা | এইসব হুজুরগণ ও পীর গন ইসলাম ব্যবহার করেন পেট আর পক...

একনজরে এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ কবিতা র জ্ঞানমূলক প্রশ্নোত্তর

এইচএসসি: ২০২০ . সব কবিতা গুলো একসাথে (MCQ) #কবিতা_১২ . #কবিতা - সাম্যবাদী . ১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২ ২. কবি কীসের গান গায় - সাম্যের ৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন - পেটে-পিঠে-কাঁধে-মগজে। ৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন - দোকানে। ৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে। ৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় - নিজ প্রাণে। ৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি - মানুষের হৃদয়। ৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন - দেবতা- ঠাকুর। ৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা - ঈসা- মুসা। ১০. বাঁশির কিশোর কে - কৃষ্ণ। ১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন - মহা - গীতা। ১২. মেষের রাখাল নবিরা কার মিতা - খোদার। ১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন - শাক্যমুনি। ১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল - শাক্যমুনি। ১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় - কন্দরে। ১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান। ১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা। . #কবিতা - তাহারেই পড়ে মনে . ১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা...

লোহা সম্পর্কে অজানা তথ্য।

#কোরান_ও_বিজ্ঞানে_লোহা ১মিনিটে পড়েই ফেলুন, জ্ঞানও বাড়বে,ঈমানও বাড়বে ইনশাআল্লাহ। #লোহা একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৬ এবং রাসায়নিক সংকেত Fe। এটি এক প্রকারের ধাতু। ধাতুগুলির মধ্যে প্রাচুর্যের দিক থেকে প্রকৃতিতে অ্যালুমিনিয়ামের পর দ্বিতীয় স্থান লোহার। তবে পৃথিবীর কেন্দ্রবিন্দুর অংশটি লোহার তৈরী বিধায় সেটাকে হিসাবে আনা হলে পৃথিবীতে লোহার পরিমাণই সবচেয়ে বেশি। তবে খাঁটি লোহা প্রকৃতিতে বিরল। আমরা অনেকেই মনেকরি অতি পরিচিত মৌল লোহার কোন বিশেষত্ব নেই। এটি পৃথিবীতেই অন্যান্য পদার্থের মত সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের ধারনা সম্পূর্ণ ভুল। পৃথিবী তো দুরের কথা খুদ সৌরজগতের কোন স্থানে লোহার একটি অণুও সৃষ্টি হওয়া সম্ভব নয়। তাই লোহা পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোন পদার্থ নয় বরং এটি এসেছে পৃথিবীর বাইরে থেকে। সর্বপ্রথম ১৮৪৭ সালে বিজ্ঞানি জুল ও রামফোর্ড তাপ গতি বিদ্যার ১ম সূত্র(the 1st low of thermodynamics) প্রদান করেন। পরবর্তীতে এই সূত্রের উপর ভিত্তি করে অণুর গঠন সংক্রান্ত সূত্র, Enthalpy of formation বা গঠন এনথালপি প্রদান করা হয়। যার প্রাসঙ্গিক মূল কথাটি হল- কোন পদার্থকে তার গঠন...