Posts

Showing posts from March, 2020

এক নজরে পবিত্র মহা গ্রন্থ আল-কোরআন এ মহামারী নিয়ে যত আয়াত একবার হলেও পড়ুন

Image
সুরা আহযাব: আয়াত-৯ আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী। এমন এক বাহিনী যা তোমরা চোখে দেখতে পাওনি। সুরা আন‌আম: আয়াত-৪২ তারপর আমি তাদের ওপর রোগব্যাধি, অভাব, দারিদ্র্য, ক্ষুধা চাপিয়ে দিয়েছিলাম, যেন তারা আমার কাছে নম্রতাসহ নতি স্বীকার করে। সুরা ইয়াসিন: আয়াত-২৮-২৯ তারপর (তাদের এই অবিচারমূলক জুলুম কার্য করার পর) তাদের বিরুদ্ধে আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি। পাঠানোর কোনো প্রয়োজন‌ও আমার ছিল না। শুধু একটা বিস্ফোরণের শব্দ হলো, আর সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল (মৃত লাশ হয়ে গেল)। সুরা আ’রাফ: আয়াত-১৩৩ শেষ পর্যন্ত আমি এই জাতিকে পোকামাকড় বা পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, প্লাবন ইত্যাদি দ্বারা শাস্তি দিয়ে ক্লিষ্ট করি। সুরা বাকারা: আয়াত-২৬ নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা এর চাইতেও তুচ্ছ বিষয় (ভাইরাস বা জীবাণু) দিয়ে উদাহরণ বা তাঁর নিদর্শন প্রকাশ করতে লজ্জা বোধ করেন না। সুরা আ’রাফ: আয়াত-৯৪ ওর অধিবাসীদের আমি দুঃখ, দারিদ্র্য, রোগব্যাধি এবং অভাব-অনটন দ্বারা আক্রান্ত করে থাকি। উদ্দেশ্য হলো তারা যেন, নম্র এবং বিনয়ী হয়। সুরা মুদ্দাসসির: আয়াত-৩১ তোমার রবে...

নব্য হান্তা ভাইরাস ও তার লক্ষণ সমূহ।

আসুন জেনে নেই হান্তাভাইরাস কী ও তার লক্ষণ সমূহ। হান্তাভাইরাস কী? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, হান্তাভাইরাস পালমোনারি সিন্ড্রোম (এইচপিএস) মানুষের শ্বাসযন্ত্রে তীব্র, কখনও কখনও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তবে এটা করোনাভাইরাসের মতো বায়ুবাহিত রোগ নয়। এই ভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়াতে পারে, যদিও এটা তাদের মধ্যে ছড়ায় না। ইঁদুরের মূত্র, লালা বা মলের সাহায্যে মানুষ হান্তাভাইরাসে আক্রান্ত হতে পারে। সিডিসি বলছে, এর কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের মতো মানুষ থেকে মানুষে হান্তাভাইরাস ছড়াবে। তবে কেউ যদি ইঁদুরের মূত্র বা বাসা বাঁধার উপকরণ ছুঁয়ে আসার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করে তাহলে এ ভাইরাসের সংক্রমণ হতে পারে।https://link.zalinks.com/dnUubsNA হান্তাভাইরাসের লক্ষণ হান্তাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে- ক্লান্তি, জ্বর ও পেশীতে ব্যথা অনুভব করা। বিশেষ করে উরু, পিঠ ও কাঁধের মতো বড় পেশীতে ব্যথা অনুভূত হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তির মাথাব্যথা, মাথাঘোরা, ঠান্ডা এবং পেটের সমস্যা যেমন- বমি ও ডায়রিয়া হতে ...

চীনে করোনাভাইরাস এর রেশ কাটতে না কাটতেই আরেক নতুন ভাইরাসের হানা ,নাম হান্তাভাইরাস।

Image
চীনে করোনার মধ্যেই আরেক ভাইরাসের হানা, মৃত্যু ১ যেখানে করোনাভাইরাসের থাবায় চূর্ণ-বিচূর্ণ চীন, সেখানে আরেক ভাইরাসে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও করোনার থাবা থেকে একটু একটু বের হতে যাচ্ছিল চীন। তার মধ্যেই আরেক বিপদ। এ পরিস্থিতিতে করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই মহামারির মধ্যে চীনে নতুন করে খবর এসেছে, দেশটিতে হান্তাভাইরাস আক্রান্তে হয়ে একজন মারা গেছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে হান্তাভাইরাসের আতঙ্কে মানুষ। যদিও এই ভাইরাস করোনার মতো ভয়ঙ্কর নয়। হান্তাভাইরাস নিয়ে নেটিজেনরা আলোচনার ঝড় তুলেছে। অনেকের বিশ্বাস, করোনার মতো এই ভাইরাসও চীন থেকে উদ্ভব। বর্তমানে টুইটারের অন্যতম শীর্ষ ট্রেন্ড হিসেবে চলছে হান্তাভাইরাস। করোনাভাইরাসের সঙ্গে এখনও মানুষের যুদ্ধ থামেনি, এর মধ্যে হান্তাভাইরাস ছড়িয়ে পড়ে কি-না, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছে অনেকে। এক টুইট বার্তায় চীনের গ্লোবাল টাইমস জানায়, সোমবার (২৩ মার্চ) দেশটির শানডং প্রদেশ থেকে কাজ শেষে বাসযোগে ইউনান প্রদেশে ফেরার সময় এক ব্যক্তির মৃত্যু হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে হান্তাভাইরাস ধ...

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

প্রশ্নঃ 1 সিলোম কি? উঃ   ত্রিস্তরী প্রাণীদের দেহ প্রাচীর পোষ্টিকনালির প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান কে সিলোম বলে। প্রশ্নঃ 2  প্রজাতি  কি? উঃ  প্রাণী শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হল প্রজাতি। প্রশ্নঃ3  প্রতিসাম্য কি? প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দু'পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান কে বুঝায়। প্রশ্নঃ 4 দ্বিস্তরী প্রাণী কি? উঃ যেসব প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর বিদ্যমান থাকে তাদের দিস্তরী প্রানী বলে। প্রশ্নঃ 5 .  ICZN এর পূর্ণ রূপ কী? উঃ International Commission on Zoological Nomenclature. প্রশ্নঃ 6. হায়ারারকি কি ? উঃ শ্রেণিবিন্যাসের বিভিন্ন একক গুলো উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরে বিন্যস্ত করাই হলো হায়ারারকি। প্রশ্নঃ 7. ট্যাক্সন কি? উঃ জীবের শ্রেণিবিন্যাসের ব্যবহৃত প্রতিটি এককই হলো ট্যাক্সন।

ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা থাকলেও আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় আরো ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে। আজ প্রেস ব্রিফিংয়ের পর জানানো হবে ছুটির সময়সূচী। আর এই ছুটি দেওয়া হবে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের বাড়িরে থাকার জন্য। ঘুরে বেড়ানোর জন্য নয়। করনা সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য স্কুল কলেজ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার ঈমানকে দৃঢ় করুন। জনসমাগম এড়িয়ে চলুন। মহান আল্লাহতালার উপর ভরসা রাখুন।ইনশাল্লাহ মহান আল্লাহ তা'আলা আমাদের সুরক্ষিত রাখবেন।

করোনা ভাইরাস: সেনামোতায়েনসহ যে দশ উদ্যোগ নিল বাংলাদেশ সরকার।

করোনাভাইরাস: মঙ্গলবার থেকে বাংলাদেশে সেনা মোতায়েন, ২৬শে মার্চের ছুটি থেকে শুরু হয়ে সাপ্তাহিক নিয়মিত ও সাধারণ ছুটি মিলিয়ে চৌঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে ২৯শে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৬শে মার্চের ছুটি থেকে শুরু হয়ে সাপ্তাহিক নিয়মিত ও সাধারণ ছুটি মিলিয়ে চৌঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। সেই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবেন। একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৯শে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তার সামনে পেছনে ২৬শে মার্চের ছুটি ও নিয়মিত ছুটি মিলে চৌঠা এপ্রিল পর্যন্ত ছুটি হচ্ছে। তবে মঙ্গলবার ও বুধবার অফিস খোলা থাকবে। করোনাভাইরাস মোকাবেলায় যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে ...

করোনা তান্ডবে ফ্রি কল ও নেট।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের সুবিধার জন্য সরকারের পাশাপাশি অনেক বেসরকারি কোম্পানিও নানা ছাড় দিচ্ছে। কুয়েতে বিনামূল্যে মোবাইল ফোনে কল ও পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেয়া হয়েছে। কুয়েত সরকারের মূখপাত্র তারেক আল-মেজরেম শুক্রবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিআইটিআরএ) তিনটি মোবাইল অপারেটরের সাথে একমত যে, তারা আগামী ২২ মার্চ, রোববার থেকে এই পরিষেবাটি সরবরাহ করবে। তিনটি মোবাইল সংস্থা যথাক্রমে জাইন (Zain),ওরিদো (Ooredoo ) এবং এসটিসি (STC)। প্রতিটি কোম্পানি গ্রাহককে পুরো এক মাসের জন্য পাঁচ জিবি নেট ও প্রতিদিন বিনামূল্যে কথা বলার সুযোগ দেবে।

এইচ এস সি পরিক্ষা স্থগিত করা হয়েছে।

Image
সম্প্রতি করোনা ভাইরাস আক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা আসে। প্রথমদিকে শিক্ষা মন্ত্রী এই ছুটি দিতে না চাইলেও পরবর্তীতে করনা ভাইরাস মহামারী রূপ নেবে বলে ছুটি দেওয়া হয়। সম্প্রতি এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রনালয়।এর পরবর্তী সময়সূচি জানানো হবে এপ্রিল এর প্রথম সপ্তাহে।

করোনার আক্রমন থেকে রক্ষা পেতে যা যা করনীয়।

Image
করোনাভাইরাস: কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু এবং এটি নির্মূল করার উপায় কী? করোনাভাইরাসের সংক্রমণের কারণে লোকজনের মধ্যে বিভিন্ন বস্তু ধরার বিষয়ে তাদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছে। সারা বিশ্বেই এখন দেখা যাচ্ছে যে লোকজন তাদের কনুই দিয়ে দরজা খোলার চেষ্টা করছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার সময় রেলিং ধরছেন না এবং বাসে ট্রেনে চলার সময় হ্যান্ডল না ধরেই তারা দাঁড়িয়ে আছেন, অফিসে পৌঁছেই লোকজন জীবাণুনাশক দিয়ে তাদের ডেস্ক ধুয়ে মুছে পরিষ্কার করছেন। যেসব এলাকায় এই ভাইরাসের মারাত্মক সংক্রমণ ঘটেছে সেখানে পরিবহন, রাস্তা ঘাট ও পার্কে স্প্রে করে সেগুলো জীবাণুমুক্ত করার চেষ্টা চলছে। একই উপায়ে পরিষ্কার করা হচ্ছে অফিস আদালত, হাসপাতাল, দোকানপাট, রেস্তোরাঁও। ড্রপলেটে কী থাকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় তার নাক ও মুখ দিয়ে যে জলীয় কণা বা ড্রপলেট বাতাসে বের হয়ে আসে তার মাধ্যমে কোভিড-১৯ এর জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন, মাত্র এক বারের কাশি থেকেই বের হতে পারে এরকম ৩,০০০ ড্রপলেট। ড্রপলেটের এই কণা গিয়ে পড়তে পারে...