Hi Thanks for join. https://mygp.li/2HeHD
Posts
Showing posts from December, 2019
আসামে মোদি সরকার এর আইন নিয়ে কেন এই বিক্ষোভ।
- Get link
- X
- Other Apps
আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে একটি কারফিউ জারি করা হয়েছে আসামে এই উত্তেজনার অন্যতম কারণ হল এই রাজ্যটি ভারতের অন্যতম জটিল ও বহু-জাতির রাজ্য। অহমীয়া এবং বাংলাভাষী হিন্দুরা এখানে উপজাতিদের মধ্যে বসবাস করেন। রাজ্যটির এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী মুসলমান, সংখ্যার হিসাবে যা প্রায় তিন কোটি বিশ লাখ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরে আসামেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মুসলমান বসবাস করে। এটি ভারতের অন্যতম অস্থিতিশীল এবং গোলযোগপূর্ণ রাজ্যগুলোর মধ্যে একটি। উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যকে আসাম থেকে বের করে আনা হয়েছে এবং সেখানে বসবাসকারী তিনটি আদিবাসী গোষ্ঠী আলাদা হয়ে তাদের নিজস্ব রাজ্য গঠন করতে চায়। ভাষাগত পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অহমীয়া ও বাংলাভাষী জনগণ সেখানকার কর্মক্ষেত্র ও সম্পদে আধিপত্য বিস্তারের জন্য তীব্র প্রতিযোগিতা করে আসছে। বাংলাভাষীরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেখানকার শত শত বছর ধরে বসবাসকারী আদিবাসীদের বৈধ দাবী ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। কয়েক দশক ধরে সেখানে একটি গুরুতর উদ্বেগের বিষয় হল,...
উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন
- Get link
- X
- Other Apps
1. বাস্তব গ্যাস কাকে বলে? উঃ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। 2. মোলার দ্রবণ কাকে বলে? উঃ একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার আ(1dm3)একমাত্র দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলার দ্রবণ বলে। 3.আংশিক চাপ কাকে বলে? উঃ কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণ এর সমস্ত আয়তন একক ভাবে দখল করে যে চাপ প্রয়োগ করে, তাই ঐউপাদানের আংশিক চাপ। 4. ব্যাপন কি বা কাকে বলে? উঃ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন ,তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। 5. সংকট তাপমাত্রা এর সংজ্ঞা দাও? উঃযে তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় সে নির্দিষ্ট তাপমাত্রা কে ঐগ্যাসের সংকট তাপমাত্রা বলে। 6. এসিড বৃষ্টি কি? উঃ কিছু কিছু বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক এসিড প্রভৃতি এসিড মিশ্রিত থাকে। এই ক্ষেত্রে পানির পিএইচ এর মান 3.5 থেকে 5.5 হয়ে থাকে। এরূপ বৃষ্টির পানিক...