Posts

পড়ুন আর জানুন

Image
 এইচ এস সি ২০১৮ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি অভীক্ষা সেটসে        এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নৈবর্তিক প্রশ্ন ১। এর জন্য ব্যবহৃত ফিঙ্কে টো টাইপ হতে পারে i. Text ii. Currency iii. OLB Object   কোনটি সঠিক? ক) I ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উখীপকটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাধনের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।  ২। তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? (ক) সর্টিং (খ) ইনডেক্সিং গ) কুয়েরি (ঘ) এনক্রিপশন ৩) অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে- i) তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে ii) তথ্যসমূহের যে কোনাে ধরনের বিন্যাস সম্ভব হবে। iii) অতি শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে।  নিচের কোনটি সঠিক? (ক) I ও ii (খ) I ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৪। মূল ডেটাকে অন্য ...
Hi,Thanks for comment. Truly our country is green. I love my country I love the people of my country
Hi,Thanks for comment.

এক নজরে পবিত্র মহা গ্রন্থ আল-কোরআন এ মহামারী নিয়ে যত আয়াত একবার হলেও পড়ুন

Image
সুরা আহযাব: আয়াত-৯ আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী। এমন এক বাহিনী যা তোমরা চোখে দেখতে পাওনি। সুরা আন‌আম: আয়াত-৪২ তারপর আমি তাদের ওপর রোগব্যাধি, অভাব, দারিদ্র্য, ক্ষুধা চাপিয়ে দিয়েছিলাম, যেন তারা আমার কাছে নম্রতাসহ নতি স্বীকার করে। সুরা ইয়াসিন: আয়াত-২৮-২৯ তারপর (তাদের এই অবিচারমূলক জুলুম কার্য করার পর) তাদের বিরুদ্ধে আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি। পাঠানোর কোনো প্রয়োজন‌ও আমার ছিল না। শুধু একটা বিস্ফোরণের শব্দ হলো, আর সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল (মৃত লাশ হয়ে গেল)। সুরা আ’রাফ: আয়াত-১৩৩ শেষ পর্যন্ত আমি এই জাতিকে পোকামাকড় বা পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, প্লাবন ইত্যাদি দ্বারা শাস্তি দিয়ে ক্লিষ্ট করি। সুরা বাকারা: আয়াত-২৬ নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা এর চাইতেও তুচ্ছ বিষয় (ভাইরাস বা জীবাণু) দিয়ে উদাহরণ বা তাঁর নিদর্শন প্রকাশ করতে লজ্জা বোধ করেন না। সুরা আ’রাফ: আয়াত-৯৪ ওর অধিবাসীদের আমি দুঃখ, দারিদ্র্য, রোগব্যাধি এবং অভাব-অনটন দ্বারা আক্রান্ত করে থাকি। উদ্দেশ্য হলো তারা যেন, নম্র এবং বিনয়ী হয়। সুরা মুদ্দাসসির: আয়াত-৩১ তোমার রবে...

নব্য হান্তা ভাইরাস ও তার লক্ষণ সমূহ।

আসুন জেনে নেই হান্তাভাইরাস কী ও তার লক্ষণ সমূহ। হান্তাভাইরাস কী? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, হান্তাভাইরাস পালমোনারি সিন্ড্রোম (এইচপিএস) মানুষের শ্বাসযন্ত্রে তীব্র, কখনও কখনও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তবে এটা করোনাভাইরাসের মতো বায়ুবাহিত রোগ নয়। এই ভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়াতে পারে, যদিও এটা তাদের মধ্যে ছড়ায় না। ইঁদুরের মূত্র, লালা বা মলের সাহায্যে মানুষ হান্তাভাইরাসে আক্রান্ত হতে পারে। সিডিসি বলছে, এর কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের মতো মানুষ থেকে মানুষে হান্তাভাইরাস ছড়াবে। তবে কেউ যদি ইঁদুরের মূত্র বা বাসা বাঁধার উপকরণ ছুঁয়ে আসার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করে তাহলে এ ভাইরাসের সংক্রমণ হতে পারে।https://link.zalinks.com/dnUubsNA হান্তাভাইরাসের লক্ষণ হান্তাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে- ক্লান্তি, জ্বর ও পেশীতে ব্যথা অনুভব করা। বিশেষ করে উরু, পিঠ ও কাঁধের মতো বড় পেশীতে ব্যথা অনুভূত হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তির মাথাব্যথা, মাথাঘোরা, ঠান্ডা এবং পেটের সমস্যা যেমন- বমি ও ডায়রিয়া হতে ...

চীনে করোনাভাইরাস এর রেশ কাটতে না কাটতেই আরেক নতুন ভাইরাসের হানা ,নাম হান্তাভাইরাস।

Image
চীনে করোনার মধ্যেই আরেক ভাইরাসের হানা, মৃত্যু ১ যেখানে করোনাভাইরাসের থাবায় চূর্ণ-বিচূর্ণ চীন, সেখানে আরেক ভাইরাসে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও করোনার থাবা থেকে একটু একটু বের হতে যাচ্ছিল চীন। তার মধ্যেই আরেক বিপদ। এ পরিস্থিতিতে করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই মহামারির মধ্যে চীনে নতুন করে খবর এসেছে, দেশটিতে হান্তাভাইরাস আক্রান্তে হয়ে একজন মারা গেছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে হান্তাভাইরাসের আতঙ্কে মানুষ। যদিও এই ভাইরাস করোনার মতো ভয়ঙ্কর নয়। হান্তাভাইরাস নিয়ে নেটিজেনরা আলোচনার ঝড় তুলেছে। অনেকের বিশ্বাস, করোনার মতো এই ভাইরাসও চীন থেকে উদ্ভব। বর্তমানে টুইটারের অন্যতম শীর্ষ ট্রেন্ড হিসেবে চলছে হান্তাভাইরাস। করোনাভাইরাসের সঙ্গে এখনও মানুষের যুদ্ধ থামেনি, এর মধ্যে হান্তাভাইরাস ছড়িয়ে পড়ে কি-না, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছে অনেকে। এক টুইট বার্তায় চীনের গ্লোবাল টাইমস জানায়, সোমবার (২৩ মার্চ) দেশটির শানডং প্রদেশ থেকে কাজ শেষে বাসযোগে ইউনান প্রদেশে ফেরার সময় এক ব্যক্তির মৃত্যু হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে হান্তাভাইরাস ধ...

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

প্রশ্নঃ 1 সিলোম কি? উঃ   ত্রিস্তরী প্রাণীদের দেহ প্রাচীর পোষ্টিকনালির প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান কে সিলোম বলে। প্রশ্নঃ 2  প্রজাতি  কি? উঃ  প্রাণী শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হল প্রজাতি। প্রশ্নঃ3  প্রতিসাম্য কি? প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দু'পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান কে বুঝায়। প্রশ্নঃ 4 দ্বিস্তরী প্রাণী কি? উঃ যেসব প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর বিদ্যমান থাকে তাদের দিস্তরী প্রানী বলে। প্রশ্নঃ 5 .  ICZN এর পূর্ণ রূপ কী? উঃ International Commission on Zoological Nomenclature. প্রশ্নঃ 6. হায়ারারকি কি ? উঃ শ্রেণিবিন্যাসের বিভিন্ন একক গুলো উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরে বিন্যস্ত করাই হলো হায়ারারকি। প্রশ্নঃ 7. ট্যাক্সন কি? উঃ জীবের শ্রেণিবিন্যাসের ব্যবহৃত প্রতিটি এককই হলো ট্যাক্সন।